Home » » পিসিতে পেন ড্রাইভের ব্যবহার বন্ধ করবেন যেভাবে সমাধান সহ

পিসিতে পেন ড্রাইভের ব্যবহার বন্ধ করবেন যেভাবে সমাধান সহ

Data ট্র্যাভেলর হিসেবে Pen drive এর জুরি নেই । কমবেশি আমরা সকলেই পেন ড্রাইভ ব্যবহার করি। কিন্তু বর্তমানে ভাইরাস ছড়ানোর অন্যতম মাধ্যম হল পেন ড্রাইভ। অনেক সময় দেখা যায়, আপনার অনুমতি ছাড়াই আপনার ঘনিষ্ঠ বন্ধু অথবা অন্য কেউ হয়ত আপনার পিসিতে পেন ড্রাইভ লাগিয়েছে ফলে আপনার কম্পিউটার ভাইরাস আক্রান্ত হয়ে গেছে। বিশেষ করে ভাইরাস যুক্ত পেন ড্রাইভ থেকে বেশী PC তে ভাইরাস আক্রান্ত হবার চান্স বেশী থাকে।  তাই আপনার অনুমতি ছারা কেউ যাতে আপনার পিসিতে পেন ড্রাইভ ব্যবহার করতে না পারে, সে জন্যই আজকের এই পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনিও আপনার পিসিতে বা ল্যাপটপে এই ছোট কাজটি করতে পারেন। এর ফলে আপনার কম্পিউটারে পেন ড্রাইভ লাগালে ও তা শো করবে না।


এটিও পড়তে পরেন - http://sharal7.blogspot.com/2016/02/blog-post.html


পিসিতে পেন ড্রাইভের ব্যবহার বন্ধ করবেন যেভাবে সমাধান সহ

এজন্য আপনাকে যা করতে হবে:

  • প্রথমে Start এ গিয়ে Run এ যান এবং regedit লিখে এন্টার চাপুন ।
  • এরপর HKEY_LOCAL_MACHINE → System → Current Control Set → Services → usbstor এ যান
  • এরপর Start ওপেন করে ভ্যালু 3 থাকলে 4 করে দিন। 

কিভাবে আপনার পেন ড্রাইভ পুনরায় ব্যবহার যোগ্য বানাবেন ?

  • প্রথমে Start এ গিয়ে Run এ যান এবং regedit লিখে এন্টার চাপুন ।
  • এরপর HKEY_LOCAL_MACHINE → System → Current Control Set → Services → usbstor এ যান
  • এরপর Start ওপেন করে ভ্যালু 4 তুলে 3 করে দিন। 
এবার আপনার পেন ড্রাইভ ব্যবহারের যোগ্যতে পরিণত হবে। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।  

Read more: 
http://www.sharal7.blogspot.com/



আরও নতুন নতুন পোষ্ট দেখতে নিয়মিত চোখ রাখুন আমাদের  এই ব্লগে


ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। 
Share this video :

1 comment:

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2013. Sharal7.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger